গীতিকার: লালন ফকির
শিরোনাম: যেজন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছে
যেজন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছে ।
ঘুচেছে তার মনের আঁধার সে দিকছাড়া নিরিখ বেঁধেছে ॥
হাওয়া দমে বোম্বোভেলা অধর চাঁদ মোর করছে খেলা ।
উর্দ্ধনালে চলাফেরা কলকাঠি তার ব্রহ্মদ্বারে আছে ॥
হাওয়া দ্বারী দমকুঠরি মাঝখানে অটল বিহারী ।
শূণ্যবিহার স্বর্ণপুরী সাধনবলে কেউ দেখেছে ॥
মন খুটো প্রেমফাঁসি পরে জ্ঞানশিকারী শিকার ধরে ।
ফকীর লালন কয় বিনয় করে সে ভাব ঘটলোনা মোর হৃদয়মাঝে ॥

তথ্য