গীতিকার: লালন ফকির
শিরোনাম: যেজন পদ্মহেম সরোবরে যায়
যেজন পদ্মহেম সরোবরে যায় ।
অটল অমূল্য নিধি সে অনাসে পায় ॥
অপরুপ সেই নদীর পানি জন্মে তাহে মুক্তা মণি ।
বলবো কি তার গুণবাখানি করস্পর্শে পরশ হয় ॥
পলক ভরে পড়ে চরা পলকে বয় তরকা ঝরা ।
সেই ঘাট বেঁধে মৎস্য ধরা সামান্যের কাজ নয় ॥
বিনা হাওয়ায় মৌজা খেলে ত্রিখণ্ড হয় তৃণ পোলে ।
তাহে ডুবে রত্ন তোলে রসিক মহাশয় ॥
গুরু যার কাণ্ডারী হয়রে অঠাইয়ে ঠাই দিতে পারে ।
লালন বলে সাধন জোরে শমন এড়ায় ॥

তথ্য