গীতিকার: লালন ফকির
শিরোনাম: যেজন সাধকের মূলগোড়া
যেজন সাধকের মূলগোড়া ।
বে তালিম বে মুরিদ সে যে ফিরছে সদাই বেদছাড়া ॥
গুপ্ত নূরে হয় তার সৃজন গুপ্তভাবে করে ভ্রমণ ।
নূরেতে নূরনবীর গঠন সেই কথাটি দেশজোড়া ॥
পীরের পীর দস্তগীর হয় মুর্শীদের মুর্শীদ বলা যায় ।
চিনতে যদি কেউ তারে পায় সেই পাবে পথের গোড়া ॥
কেউ তারে কয় মূলাধারের মূল মুর্শীদ বিনে জানবে কি তার উল ।
লালন ভনে ভেদ না জেনে ঝকমারি তার বেদপড়া ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৪৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬০৯