গীতিকার: লালন ফকির
শিরোনাম: যেজনা আছেরে সেই খুটো ধরে
যেজনা আছেরে সেই খুটো ধরে ।
লাগবেনা যাতার ঘিস লাগবেনা রে ॥
দেখনা যাতার মাঝার খুটোর গোড়ায় ফাঁক আছে তার ।
জানিনা যাতার কি মার চাপান পায়রে ॥
আসমান যমীন করে এক ঠাই যেদিনে ঘুরাবেন সাঁই ।
যার আছে খুটোর বল ভাই বাঁচবে সে রে ॥
থাকলে গুরু রুপের হিল্লায় অটলরুপ তারেই মিলায় ।
তাই তো লালন ফকীর কয় সে ভিন্ন নয়রে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা