গীতিকার: লালন ফকির
শিরোনাম: যেখানে সাঁইর বারামখানা
যেখানে সাঁইর বারামখানা ।
শুনিলে প্রাণ চমকে ওঠে দেখতে যেমন ভুজঙ্গনা ॥
যা ছুইলে প্রাণে মরি এ জগতে তাইতে তরি ।
বুদ্ধিতে বুঝিতে নারি কী করি তা নাই ঠিকানা ॥
আত্মতত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে ।
কু বৃক্ষে সু ফল ফলেছে আমার মনের ঘোর গেলো না ॥
যে ধনে উৎপত্তি প্রাণধন সেই ধনের হলোনা যতন ।
অকর্মের ফল পাকায় লালন দেখে শুনে জ্ঞান হলোনা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬২০