গীতিকার: লালন ফকির
শিরোনাম: যেয়োনা আন্দাজি পথে মন রসনা
যেয়োনা আন্দাজি পথে মন রসনা ।
কু প্যাচে কু পাকে পড়ে প্রাণে বাঁচবে না ॥
পথের পরিচয় করে যাওনা মনের সন্দেহ মেরে ।
লাভ লোকসান বুদ্ধির দ্বারে যাবে জানা ॥
উজান ভেটেন পথ দুটি দেখো নয়ন করে খাটি ।
দাও যদি মন গড়া ভাটি কুল পাবানা ॥
অনুরাগ তরণী করো ধার চিনে উজান ধরো ।
লালন কয় সে করতে পারো মূল ঠিকানা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬১৯