গীতিকার: লালন ফকির
শিরোনাম: জীব মরে জীব যায় কোন সংসারে
জীব মরে জীব যায় কোন সংসারে ।
জীবের গতি মুক্তি কে করে ॥
রাম নারায়ণ গৌর হরি ঈশ্বর বলে গণ্য যদি করি
তারাও জীবের গর্ভধারী জীবের ভার নেয় কেমন করে ॥
যারে তারে ঈশ্বর বলা বুদ্ধি নাই তার অর্ধ তোলা ।
ঈশ্বরের কেন যমজ্বালা তাই ভাবি আজ মনের দ্বারে ॥
ত্রিজগতের মূলাধার সাঁই জরামৃত তার কিছু নাই ।
লালন বলে বোঝে সবাই বুঝেও ঘোর ধাধায় ঘোরে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা