গীতিকার: লালন ফকির
শিরোনাম: জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে
জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে ।
আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি তার ভেদ জানে ॥
পৃথিবী গোলাকার শুনি অহর্নিশি ঘোরে জানি ।
তাইতে হয় দিনরজণী জ্ঞানীগুণী তাই মানে ॥
একদিকেতে নিশি হলে অন্যদিকে দিবা বলে
আকাশ তো দেখে সকলে খোদা দেখে কয়জনে ॥
আপন ঘরে কে কথা কয় না জেনে আসমানে তাকায়
লালন বলে কেবা কোথায় বুঝিবে দিব্যজ্ঞানে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা