গীতিকার: লালন ফকির
শিরোনাম: জিন্দা পীর আগে ধরো রে
জিন্দা পীর আগে ধরো রে ।
দেখে শমন যাক ফিরে ॥
আয়ূ থাকতে আগে মরা সাধক যে তার এমনই ধারা
প্রেমোন্মাদে মাতোয়ারা সে কি বিধির ভয় করে ॥
মরে যদি ভেসে ওঠে সে তো বেড়ায় ঘাটে ঘাটে
মরে ডোবো শ্রীপাটে বিধির অধিকার ত্যাগেরে ॥
হায়াতের আগে যে মরে বাঁচে সে মউতের জোরে
দেখো রে মন হিসাব করে ফকীর লালন কয় ডেকে রে ॥

তথ্য