গীতিকার: লালন ফকির
শিরোনাম: যদি আমার গৌরচাঁদকে পাই
যদি আমার গৌরচাঁদকে পাই ।
গেলো গেলো এ ছার কুল তাতে ক্ষতি নাই ॥
কী ছার কুলের গৌরব করি অকুলের কুল গৌরহরি ।
এ ভব তরঙ্গের তরী গৌর গোঁসাই ॥
জন্মিলে মরিতে হবে কুল কি কারো সঙ্গে যাবে ।
মিছে কেবল দুদিন ভবে করি কুলের বড়াই ॥
ছিলাম কুলের কুলবালা স্কন্ধে নিলাম আচলা ঝোলা ।
লালন বলে গৌরবালা আর কারে ডরাই ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২২০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৯৩