গীতিকার: লালন ফকির
শিরোনাম: যদি এসেছো হে গৌর জীব তরাতে
যদি এসেছো হে গৌর জীব তরাতে ।
জানবো এই পাপী হতে ॥
নদীয়া নগরে ছিলো যতজন সবারে বিলালে প্রেমরত্নধন ।
আমি নরাধম না জানি মরম চাইলেনা হে গৌর আমা পানেতে ॥
তোমারই সু প্রেমের হাওয়ায় কাষ্ঠের পুতুল নলীন হয় ।
আমি দীনহীন ভজনবিহীন অপার হয়ে পড়ে আছি কূপেতে ॥
মলয় পর্বতের উপর যত বৃক্ষ সকলই হয় সার
কেবল যায় জানা বাঁশে সার হয়না
লালন পলো তেমনই প্রেমশূণ্য চিতে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২২১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা