গীতিকার: লালন ফকির
শিরোনাম: যদি ফানার ফিকির জানা যায়
যদি ফানার ফিকির জানা যায় ।
কোনরুপে ফানা করে খোদ খোদা খুশী হয় ॥
খোদার রুপ খোদাই করে ধারণ অকৈতব সে করণ কারণ ।
আয়ূ থাকিতে হয়রে মরণ ফানার করণ তারই হয় ॥
একে একে জেনে বেনা করতে হয় চার রুপ ফানা ।
একরুপে করে ভাবনা এড়াবে সে শমন দায় ॥
না জানিলে ফানার করণী করণ হয় তার মিথ্যা জানি ।
সিরাজ সাঁই কয় অর্থ বাণী দেখরে লালন মুর্শিদের ঠাই ॥

তথ্য