গীতিকার: লালন ফকির
শিরোনাম: যদি কেউ জট বাড়ায়ে হতো রে সন্ন্যাসী
যদি কেউ জট বাড়ায়ে হতো রে সন্ন্যাসী ।
তালগাছে জট পড়েছে সেই গাছেরই সাবাসী ॥
ঘর ছেড়ে জঙ্গলে যায় তাইতে কি সে হরিকে পায় ।
তবে বনের পশুকে ভাই কেন করি দোষী ॥
জলে গেলে হরি পায় কাছিম সে তো মন্দ নয় ।
তবে কেন সাধতে হয় হয়ে চরণদাসী ॥
গুরুজী ভজনের মূল তার চরণ করে ভুল ।
লালন হয় নামাকুল ধায় গয়া কাশী ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৫১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা