গীতিকার: লালন ফকির
শিরোনাম: যদি শরায় কার্যসিদ্ধি হয়
যদি শরায় কার্যসিদ্ধি হয় ।
তবে মারফতে কেন মরতে যায় ॥
শরীয়ত আর মারেফত যেমন দুগ্ধেতে মিশানো মাখন ।
মাখন তুললে দুগ্ধ তখন ঘোল বলে তা তো জানো সবাই ॥
মারেফত মূলবস্ত জানি শরীয়ত তার সরপোষ মানি ।
ঘুচাইলে সরপোষ খানি বস্তু রয় কি সরপোষ ধরে রয় ॥
আউয়াল আখের দরিয়া দেখনা মন তাতে ডুবিয়া ।
মুর্শিদ ভজন যে লাগিয়া লালন ডুবেও ডোবেনা তায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩১৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৯২