গীতিকার: লালন ফকির
শিরোনাম: যদি উজান বাঁকে তুলসী ধায়
যদি উজান বাঁকে তুলসী ধায় ।
খাটি তার পূজা বটে চরণ চাঁদে পায় ॥
তলসীদেহ যেতো ভাটিয়ে যায় ততো ।
কোথায় সে অটলপদ তুলসী কোথায় ॥
তুলসী গঙ্গাজলে উজাবে কোনকালে ।
মনতুলসী হলে অবশ্য পায় ॥
প্রেমের ঘাটে বসি ভাসাও মনতুলসী ।
লালন কয় তারে দাসী লেখে খাতায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৯০