গীতিকার: লালন ফকির
শিরোনাম: জগত আলো করে সই ফুটেছে প্রেমের কলি
জগত আলো করে সই ফুটেছে প্রেমের কলি ।
ফোটে কী শোভা হয়েছে তার বাগানে এক মালী ॥
ফুলের নামটি নীল লাল জবা তার ফুলে মধু ফলে সুধা ।
তার ভঙ্গি বাঁকা সে ফুলে হয় সাধুর সেবা কৃষ্ণ বাঁকা অলি ॥
ফুল ফুটে হয় জগত আলো তারে দেখে প্রাণ শীতল হলো
ফকীর লালন বলে তার উপায় বলো সাজছে সাধু দরবেশ অলি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৫০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৫০