গীতিকার: লালন ফকির
শিরোনাম: জগতের মূল কোথা হতে হয়
জগতের মূল কোথা হতে হয় ।
আমি একদিনও চিনলামনা তাই ॥
কোথায় আল্লার বসতি কোথায় রসুলের স্থিতি ।
পবন পানির কোথায় গতি কীসে তা জানা যায় ॥
কোন আসনে আল্লা আছে কোন আসনে রসুল বসে ।
কোন হিল্লোলে মীন মিশে কোন রঙে রঙ ধরায় ॥
দালে মীম বসালে যা হয় সেই কি জগতের মূল কয় ।
কোথায় আরশ কোথায় বা মীম এ কথা কারে শুধাই ॥
আল্লা নবী যারে বলে দেখতে পায় মন এক হলে ।
লালন বলে কাতর হালে আমার কী হবে উপায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৫২