গীতিকার: লালন ফকির
শিরোনাম: জলে স্থলে ফুল বাগিচা ভাই
জলে স্থলে ফুল বাগিচা ভাই ।
এমন ফুল আর দেখিনাই ॥
ফুলের নামটি নীল লাল জবা ফুলে মধু ফলে সুধা তার ভঙ্গি বাঁকা ।
সে ফুল তুলতে গেলে মদন সাপা সে যে সদাই ছাড়ে হাই ॥
ফুলের রসিক যারা মর্ম জেনে ডুব দিলো সেই জীবনফুলে
ঐ ফুলে আছে মধু রাখা ।
তার মনের কী ভয় আর রয় দেবে শ্রীগুরুর দোহাই ॥
এবার ব্রহ্মা মাকে করে বাধ্য মদনরাজার সঙ্গে যুদ্ধ কার কী সাধ্য দেখা ।
ফকীর লালন বলে ওটা মরলে যেতো আমারই বালাই ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা