গীতিকার: লালন ফকির
শিরোনাম: কাফে কালু বালা কুলহু আল্লা লা শরীক সে পাকজাতে
কাফে কালু বালা কুলহু আল্লা লা শরীক সে পাকজাতে ।
আজব সৃষ্টি করলেন বারি নিজ কুদরতে ।।
খোদা একা থাকতেন নিরঞ্জনে চিন্তা করলেন মনে মনে ।
এশকের জোরে পাঁচ বিন্দু ঘাম পলো ঝরে শরীর হতে ।।
খোদার অঙ্গ হতে ঝরিলো অম্বু পাঁচ চিজ হইলো বিম্বু ।
আরশ কুরসি লওহ কলম হইলো পাঁচ চিজেতে ।।
পাঁচ ধারে ছিলো পাক পাঞ্জাতন মধ্যে ছিলো খোদার আসন ।
শূণ্যাকারে একেশ্বরে ছিলো খোদার অঙ্গেতে ।।
ধরে সিরাজ সাঁইয়ের চরণ কয় দীনের অধীন লালন ।
ফেলোনা গোলমালে রোজ হাশরে রেখো সাথে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৪৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা