গীতিকার: লালন ফকির
শিরোনাম: কাজ কি আমার এ ছার কূলে
কাজ কি আমার এ ছার কূলে ।
আমার যদি গৌরচাঁদকে মেলে ।।
মনচোরা পাসরা গোরা রায় অকূলের কুল জগতময় ।
যে নবকূল আশায় সে কূল দোষায় বিপদ ঘটবে তার কপালে ।।
কূলে কালি দিয়ে ভজিবো সই অন্তিমকালের বন্ধু যে ওই ।
ভববন্ধুজন কী করবে তখন দীনবন্ধুর দয়া না হইলে ।।
কূলগৌরবী লোক যারা গুরুগৌরব কি জানে তারা ।
যে ভাবের লাভ জানা যাবে সব লালন বলে আখের হিসাব কালে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২১১