গীতিকার: লালন ফকির
শিরোনাম: কাজ নাই আমার দেখে দশা
কাজ নাই আমার দেখে দশা ।
ব্রজের যত ভালবাসা সার হলো যাওয়া আসা ।
পরনেতে পরিবো কৌপিন অঙ্গেতে চৈতন্যের চিন ।
কাঁদি আমি ঐদিন বলে মনে আমার বড় বাঞ্ছা ।।
কেউ কারো সঙ্গে না যাবে সঙ্গের সাথী করে লবে ।
এলামরে নদীয়ায় ভাবে খেলবো এবার প্রেমের পাশা ।।
ভুলি নাই ভাই ওর ছিদাম সকল কথা তোরে কইলাম ।
লালন বলে নদেয় এলাম হইনে যেন নৈরাশা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৬১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২১২