গীতিকার: লালন ফকির
শিরোনাম: কাল ঘুমেতে গেলোরে তোর চিরদিন
কাল ঘুমেতে গেলোরে তোর চিরদিন ।
দিন গেলো মিছে কাজে মন রাত্র গেলো পরাধীন ।।
কি বলিয়ে ভবে এলি সেই কর্ম কি বা করলি ।
ওরে মোহমায়ায় ভুলে রলি গুরুকর্ম করলিনা একদিন ।।
গুরুবস্তু অমূল্য ধন ঘুমের ঘোরে চিনলিনা মন
ঐ ঘুমেতে হবে মরণ যেতে হবে শমনের অধীন ।।
সিরাজ সাঁই বলেরে লালন ক্ষীণ হলোরে সোনার তন ।
আরো বাদী রিপু ছয়জন বাধ্য করলেনা কোনোদিন ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা