গীতিকার: লালন ফকির
শিরোনাম: কাল কাটালি কালের বশে
কাল কাটালি কালের বশে ।
এ যে যৌবনকাল কামে চিত্ত কাল কোনকালে আর হবে দিশে ।।
যৌবনকালের কালে কামে দিলি মন দিয়ে দিয়ে হারা হলি পিতৃ্ধন ।
গেলো নবীন জোর আখি হলো ঘোর কোনদিন ঘিরবে মহাকাল এসে ।।
যাদের সঙ্গে রঙ্গে মেতে রলি চিরকাল কালার কালে তারাই হলো কাল ।
তাও জানোনা কার কী গুণপনা ধনীর ধন গেলো সব রিপুর বশে ।।
বাদীভেদী বিবাদী সদাই সাধন সিদ্ধি করিতে না দেয় ।
নাটের গুরু হয় লালস মহাশয় ডুরি দাওরে লালন লোভ লালসে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২২৮