গীতিকার: লালন ফকির
শিরোনাম: কালো ভালো নয় বা কীসে বলো সবে
কালো ভালো নয় বা কীসে বলো সবে ।
বিচার করে দেখতে গেলে কালোই ভালো বলবে শেষে ।।
কৃষ্ণ ছিলো গৌরবরণ বুকে ছিলো কালীর চরণ ।
সোনাবরণ লক্ষী ঠাকুরিনী বিষ্ণুর চরণ টিপিতেছে ।।
কালো পাঠার মাংস ভালো দুধ ভালো গাই হলে কালো ।
আবার দেখো কালো কোকিল মধুরতানে কুহু কুহু ডাকিতেছে ।।
কালো চুলে শোভে নারী সাদা হলে হয় সে বুড়ি ।
লালন বলে রসের বুড়ো দেখো সাদা চুলে কলপ ঘষে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৬৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা