গীতিকার: লালন ফকির
শিরোনাম: কামিনীর গহীন সুখসাগরে
কামিনীর গহীন সুখসাগরে ।
দেখরে দেখ নিশান ওড়ে ।।
সে নিশান দেখতে বাঁকা মাঝখানে কিছু আঁকাবাঁকা ।
সাধন করলে দক্ষিণ পাশে মিলবে তারে ।।
আলিফেতে জগত সংসার জায়গা নাই তার লুকাবার ।
গোপনেতে গেলো সে মীমের ঘরে ।।
অমাবস্যায় মীম থাকে ঘুমায়ে আলিফ তাক নেয় জাগিয়ে ।
লালন কয় মীমের ঘরে যে যায় ঐ ঘরেতে মানুষ মারে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৪৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা