গীতিকার: লালন ফকির
শিরোনাম: কানাই কার ভাবে তোর এ ভাব দেখিরে
কানাই কার ভাবে তোর এ ভাব দেখিরে ।
ব্রজের সে ভাব তো দেখিনা রে ।।
পরণে ছিলো পীত ধড়া মাথায় ছিলো মোহন চূড়া করে বাঁশিরে ।
আজ দেখি তোমার করঙ্গ কোপানি সার ব্রজের সে ভাব কোথায় রাখলি রে ।।
দাসদাসী ত্যাজিয়ে কানাই একা একাই ফিরছেরে ভাই কাঙ্গালবেশ ধরে ।
ভিখারি হলি কাঁথা সার করলি কীসের অভাবে রে ।।
ব্রজবাসীর হয়ে নিদয় আসিয়ে ভাই এই নদীয়ায় কী সুখ পাইলি রে ।
লালন বলে আর কার বা রাজ্য কার আমি সব দেখি আজ মিছে রে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৯৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২১৪