গীতিকার: লালন ফকির
শিরোনাম: কার ভাবে এ ভাব তোরে জীবন কানাই
কার ভাবে এ ভাব তোরে জীবন কানাই ।
করে বাঁশি নাই মাথে চূড়া নাই ।।
ক্ষীর সর ননী খেতে বাঁশিটি সদাই বাজাতে ।
কী অসুখ পেলে তাতে ফকীর হলি ভাই ।।
অগুরু চন্দনাদি মাখিতে নিরবধি ।
সেই অঙ্গ ধূলায় অদ্ভূতই এখন দেখতে পাই ।।
বৃন্দাবন যথার্থ বন তুই বিনে হলোরে এখন ।
মানুষলীলা করবে কোনজন লালন ভাবে তাই ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৬২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২২৫