গীতিকার: লালন ফকির
শিরোনাম: কারে আজ শুধাবো সে কথা
কারে আজ শুধাবো সে কথা ।
কী সাধনে পাবো তারে সে যে আমার জীবনদাতা ।।
শুনতে পাই পাপী ধার্মিক সবে ইল্লিন সিজ্জিনে যাবে ।
তথায় জান সব কয়েদ রবে তবে অটলপ্রাপ্তির কোন ক্ষমতা ।।
ইল্লিন সিজ্জিন দুঃখ সুখের ঠাই কোনখানে রেখেছেন সাঁই ।
হেথায় কেন সুখ দুঃখ পাই কোথাকার ভোগ ভুগি হেথা ।।
যথাকার পাপ তথায় ভুগি শিশু তবে কেন হয় গো রোগী ।
লালন বলে বোঝো দেখি কখন হয় শিশুর গুনা খাতা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২১৭