গীতিকার: লালন ফকির
শিরোনাম: কারে বলবো আমার মনের বেদনা
কারে বলবো আমার মনের বেদনা ।
এমন ব্যাথার ব্যাথী তো মেলেনা ।।
যে দুঃখে আমার মন আছে সদা উচাটন বললে সারে না ।
গুরু বিনে আর না দেখি কিনার তারে আমি ভজলাম না ।।
অনাথের নাথ যেজনরে আমার
সে আছে কোন অচিন শহর তারে চিনলাম না ।
কী করি কী হয় দিনে দিন যায় কবে পুরাবে মনের বাসনা ।।
অন্যধনের নইরে দুঃখি মন বলে আজ হৃদয়ে রাখি শ্রীরুপখানা ।
লালন বলে মোর পাপের নাহি ওড় তাইতে আশা পূর্ণ হলোনা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২১৮