গীতিকার: লালন ফকির
শিরোনাম: কারে বলছো মাগী মাগী
কারে বলছো মাগী মাগী ।
সে বিনে এড়াতে পারে কোন বা মহত যোগী ।।
মাগীর দায়ে নন্দের ব্যাটা হয়ে গেলো নটাবটা ।
মাগীর দায়ে মুড়িয়ে মাথা হাল ছে বেহাল যোগী ।।
ব্রহ্মা বিষ্ণু আর নারায়ণে মলো মাগীর বোঝা টেনে ।
তাই না বুঝে আন লোকেরা বাঁধাইলো ঠকঠকি ।।
ভোলা মহেশ্বর মাগীর দাসী মাগীর দায়ে শিব শ্মশানবাসী ।
লালন কয় সে লালন কিসি তোর এত পদবী ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা