গীতিকার: লালন ফকির
শিরোনাম: কারে বলে অটলপ্রাপ্তি ভাবি তাই
কারে বলে অটলপ্রাপ্তি ভাবি তাই ।
অঙ্গ লয় হইলে নির্বাণ মুক্তি বলে তাও দোষাই ।।
দেখারে কয় অটলপ্রাপ্তি কিবা হবে সাথের সাথী ।
ভজন কি সারা সেই অবধি কস্তুরের কি শান্তি নাই ।।
শালগ্রাম শীলা হওয়া অচল বলে দোষাই তাহা ।
স্বর্গে যেতে সুখ পাওয়া সেও তো নহে চিরস্থায়ী ।।
কেহ যেয়ে স্বর্গবাসে পাপ হলে ফের ভবে এসে ।
লালন বলে উর্বশী নাম সে নিত্য তার প্রমাণ পাই ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৪৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা