গীতিকার: লালন ফকির
শিরোনাম: কারো রবেনা এ ধন জীবন যৌবন তবেরে কেন মন এত বাসনা
কারো রবেনা এ ধন জীবন যৌবন তবেরে কেন মন এত বাসনা ।
একবার সবুরের দেশে বয় দেখি দম কষে উঠিস নারে ভেসে পেয়ে যন্ত্রণা ।।
যে করে কালার চরণের আশা জানো নারে মন তার কী দুর্দশা ।
ভক্তবলী রাজা ছিলো তারে সবংশে নাশিলো
বামনরুপে প্রভু করে ছলনা ।।
কর্ণরাজা ভবে বড় ভক্ত ছিলো অতিথিরুপে পুত্রকে নাশিলো ।
দেখো কর্ণ অনুরাগী না হইলো দুঃখি
অতিথির মন করে সান্তনা ।।
প্রহলাদ চরিত্র দেখো দৈত্যধামে কত কষ্ট পেলো এ হরির নামে ।
তারে জলে ডুবাইলো অগ্নিতে পোড়াইলো
তবু না ছাড়িলো শ্রীরুপ সাধনা ।।
রামের ভক্ত লক্ষণ ছিলো সর্বকালে শক্তিবান হানিলো তাহার বক্ষস্তুলে ।
শ্রীরামচন্দ্রের প্রতি লক্ষণ না ভুলিলো ভক্তি
ফকীর লালন বলে করো এ বিবেচনা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা