গীতিকার: লালন ফকির
শিরোনাম: কারণ নদীর জলে একটা যুগল মীন খেলিছে নীরে
কারণ নদীর জলে একটা যুগল মীন খেলিছে নীরে ।
ঢেউয়ের উপর ফুল ফুটেছে তার উপরে চাঁদ ঝলক মারে ।।
চাঁদচকোর খেলে যখন একটা যুগ মীন মিলন হয় তখন ।
তার উপরে সাঁইয়ের দরশন সুধা ভাসে মৃণাল তীরে ।।
শুকনো যমীন জলে ভাসে আজব ধন্য লীলা গঙ্গা আসে ।
সে নিরন্তর মীনরুপে ভাসে কুম্ভ ভাসে তীর্থ তীরে ।।
সুধা গরল এক সহিত ঝাপা যেমন গুড়ের সঙ্গে মিঠা মাখা ।
আমি কি ফিকিরে করবো চাখা লালন বলে আমার শিক্ষার তরে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২২৭