গীতিকার: লালন ফকির
শিরোনাম: কাছের মানুষ ডাকছো কেন শোর করে
কাছের মানুষ ডাকছো কেন শোর করে ।
তুই যেখানে সেও সেখানে খুজে বেড়াস কারে রে ।।
বিজলী চটকের ন্যায় থেকে থেকে ঝলক দেয় রঙমহল ঘরে ।
অহর্নিশি পাশাপাশি থাকতে দিশে হয় নারে ।।
হাতের কাছে যারে পাও ঢাকা দিল্লি খুজতে যাও কোন অনুসারে ।
এমনও কি বুদ্ধিনাশা তুই হলি সংসারে ।।
ঘরের মাঝে ঘরখানা খোজোরে মন সেইখানে কে বিরাজ করে ।
সিরাজ সাঁই কয় দেখরে লালন সে কী রুপ আর তুই কী রুপ রে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২১০