গীতিকার: লালন ফকির
শিরোনাম: কাশী কি মক্কায় যাবি চলরে যাই
কাশী কি মক্কায় যাবি চলরে যাই ।
দোটানাতে ঘুরলে পরে সন্ধ্যাবেলা উপায় নাই ।।
মক্কা যেয়ে ধাক্কা খেয়ে যেতে চাও কাশীধামে ।
এমনি মতে কাল কাটালে ঠিক নামালে কোথা ভাই ।।
নৈবেদ্য পাকা কলা তাই দেখে মন ভোলে ভোলা ।
শিরনি বিলায় দরগাতলা তাও দেখে মন খলবলায় ।।
চুল পেকে হলে হুড়ো পেলেনা পথের মুড়ো ।
লালন বলে সন্ধি ভুলে না পেলাম কুল নদীর ঠাই ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৩১