গীতিকার: লালন ফকির
শিরোনাম: কে আজ কৌপিন পড়ালো তোরে
কে আজ কৌপিন পড়ালো তোরে ।
তার কি দয়ামায়া কিছু নাই অন্তরে ।।
এক পুত্র তুইরে নিমাই অভাগিনীর আর কেহ নাই ।
কি দোষে আমায় ছেড়ে রে নিমাই ফকীর হলি এমন বয়সে রে ।।
মনে ইহা ছিলো তোরই হবি রে নাচের ভিখারী ।
তবে কেন বিয়ে করলি পরের মেয়ে কেমনে আজ আমি রাখবো তারে ।।
ত্যাজ্য করে পিতামাতা কী ধর্ম আজ জানবি কোথা ।
মায়ের কথায় চল কোপীন খুলে ফেল লালন কয় যেরুপ তার মায়ে কয়রে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৯৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৫৮