গীতিকার: লালন ফকির
শিরোনাম: কে বোঝে কৃষ্ণের অপার লীলে
কে বোঝে কৃষ্ণের অপার লীলে ।
ব্রজ ছেড়ে কে মথুরায় রাজা হলে ।।
কৃষ্ণ রাধা ছাড়া তিলার্ধ নয় ভারত পুরাণে তাই কয় ।
তবে কেন ধনী দুর্জয় বিচ্ছেদে জগত জানালে ।।
নিগম খবর জানা গেলো কৃষ্ণ হতে রাধা হলো ।
তবে কেন এমন হলো আগে রাধা পিছে কৃষ্ণ বলে ।।
সবে বলে অটল হরি সে কেন হয় দণ্ডধারী ।
কীসের অভাব তারই ঐ ভাবনা ভেবে ঠিক না মেলে ।।
কৃষ্ণলীলার লীলা অথৈ থৈ দেবে কেউ সে সাধ্য নাই ।
কি ভাবিয়ে কি করে যাই লালন বলে পলাম বিষম ভোলে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৬৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৭০