গীতিকার: লালন ফকির
শিরোনাম: কে বুঝিতে পারে মাওলার কুদরতি
কে বুঝিতে পারে মাওলার কুদরতি ।
আপনি ঘুমায় আপনি জাগে আপনি লুটে সম্পত্তি ।।
গগনের চাঁদ গগনেতে রয় ঘটেপটে তার জ্যোতির্ময় ।
এমনই খোদা খোদরুপে রয় অনন্ত রুপ আকৃতি ।।
নিরাকার বটে সে খোদা অনেকে তা ভাবে সদা ।
আহমদের কদে কে বা হলো উৎপত্তি ।।
আদমের কলবের মাঝে আত্মারুপে কে বিরাজে ।
লালন বলে তাই না বুঝে আজাজিলের দুর্গতি ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা