গীতিকার: লালন ফকির
শিরোনাম: কে বুঝিতে পারে সাঁইয়ের কুদরতি
কে বুঝিতে পারে সাঁইয়ের কুদরতি ।
অগাধ জলের মাঝে জ্বলছে বাতি ।।
বিনা কাষ্ঠে অনল জ্বলে জল রয়েছে বিনা স্থলে ।
আখের হবে জানলে প্রলয় অতি ।।
অনলে জল উষ্ণ হয়না জলে সে অনল নেভে না ।
এমনই সে কুদরত কারখানা দিবারাতি ।।
যেদিন জলে ছাড়বে হুংকার নিভে যাবে আগুনের ঘর ।
লালন বলে সেইদিন বান্দার কি হবে গতি ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৬৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৬৯