গীতিকার: লালন ফকির
শিরোনাম: কে দেখেছে গৌরাঙ্গ চাঁদেরে
কে দেখেছে গৌরাঙ্গ চাঁদেরে ।
সে চাঁদ গোপীনাথ মন্দিরে গেলো আর তো এলোনা ফিরে ।।
যার জন্যে কুলমান গেলো সে আমারে ফাঁকি দিলো ।
কলঙ্কে জগত রটিলো লোকে বলবে কী আমারে ।।
দরশনে দুঃখ হবে পরশিলে পরশ করে ।
হেন চন্দ্র গৌর আমার লুকালো কোন শহরে ।।
যে গৌর সেই গৌরাঙ্গ হৃদ মাঝারে আছে গৌরাঙ্গ ।
লালন বলে হেন সঙ্গ হলোনা কর্মের ফ্যারে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৬৫