গীতিকার: লালন ফকির
শিরোনাম: কে কথা কয়রে দেখা দেয়না
কে কথা কয়রে দেখা দেয়না ।
নড়ে চড়ে হাতের কাছে খুজলে জনমভর মেলেনা ।।
খুজি যারে আসমান জমি আমারে চিনিনে আমি ।
এ বিষম ভ্রমে ভ্রমি আমি কোনজন সে কোনজনা ।।
রাম রহিম বলেছে যেজন ক্ষিতি জল কি বায়ূ হুতাশন ।
শুধালে তার অন্বেষণ মূর্খ বলে কেউ বলেনা ।।
হাতের কাছে হয়না খবর কি দেখতে যাও দিল্লি লাহোর ।
সিরাজ সাঁই কয় লালনরে তোর সদাই মনের ঘোর গেলোনা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৬১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৬০