গীতিকার: লালন ফকির
শিরোনাম: কে পারে মকর উল্লার মকর বুঝিতে
কে পারে মকর উল্লার মকর বুঝিতে ।
আহাদে আহমদ নাম হয় জগতে ।।
আহমদ নামে খোদায় মীম হরফ নফি কেন কয় ।
মীম উঠায়ে দেখো সবাই কি হয় তাতে ।।
আকারে হয়ে জুদা খোদে সে বলে খোদা ।
দিব্যাজ্ঞানী নইলে কি তা পায় জানিতে ।।
এখালস সূরাতে তার ইশারায় আছে বিচার ।
লালন বলে দেখনা এবার দিন থাকিতে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৬২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৬৬