গীতিকার: লালন ফকির
শিরোনাম: কে তোমার আর যাবে সাথে
কে তোমার আর যাবে সাথে ।
কোথায় রবে এই ভাই বন্ধু পড়বি যেদিন কালের হাতে ।।
নিকাশের দায় করে খাড়া মারবেরে আতশের কোড়া ।
সোজা করবে ব্যাকা ত্যাড়া জোর জবর খাটবেনা তাতে ।।
যে আশায় এই ভবে আসা হলোনা তার রতিমাসা ।
ঘটলোরে কী দুর্দশা কুসঙ্গে কুরঙ্গে মেতে ।।
যারে ধরে পাবি নিস্তার তাতে সদাই ভাবলিরে পর ।
সিরাজ সাঁই কয় লালন তোমার ছাড়ো ভবের কুটুম্বিতে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৬৩