গীতিকার: লালন ফকির
শিরোনাম: কে তোমারে এ বেশভূষণ পরাইলো বলো শুনি
কে তোমারে এ বেশভূষণ পরাইলো বলো শুনি ।
জিন্দাদেহে মূর্দার বসন খিরকা তাজ আর ডোর কোপিনী ।।
জ্যান্তে মরার পোশাক পরা আপন সুরত আপনি সারা ।
ভবলোভকে ধ্বংস করা এহি তো অসম্ভব করণই ।।
মরণের যে আগে মরে শমনে ছোবেনা তারে ।
শুনেছি তাই সাধুর দ্বারে তাই বুঝি করেছো ধনী ।।
সেজেছো সাজ ভালোই তোরো মরে যদি বাঁচতে পারো ।
লালন বলে যদি ফেরো দুকুল হবে অপমানী ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৬২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৬৪