গীতিকার: লালন ফকির
শিরোনাম: কে ভাসায় ফুল প্রেমের ঘাটে
কে ভাসায় ফুল প্রেমের ঘাটে ।
অপার মহিমা তার সে ফুলের বটে ।।
যাতে জগতের গঠন সে ফুলের হয়না যতন ।
বারে বারে তাইতে ভ্রমণ ভবের হাটে ।।
মাসান্তে ফোটে সে ফুল কোথা বৃক্ষ কোথায় রে মূল ।
জানিলে তাহারই উল ঘোর যায় ছুটে ।।
গুরুকৃপা যার হইলো ফুলের মূল সেই চিনিলো ।
লালন আজ ফ্যারে পলো ভক্তি চটে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৬৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা