গীতিকার: লালন ফকির
শিরোনাম: কেবল বুলি ধরেছো মারেফতি
কেবল বুলি ধরেছো মারেফতি ।
তোমার বুদ্ধি নাইকো অর্ধরতি ।।
মুখে মারেফত প্রকাশ করো শুধালে হা করে পড়ো ।
খবর কিছু বলতে পারবো কেবল কও সিনায় বসতি ।।
চোরে যেমন চুরি করে ধরে ফেললে দোষে পড়ে ।
মারফতি সেই প্রকারে চোরামালের মহারতি ।।
অনুমানে বুঝলাম এখন সেইজন্য তা করো গোপন ।
লালন বলে এসব যেমন মেয়েলোকের উপপতি ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৭৮