গীতিকার: লালন ফকির
শিরোনাম: কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে এই লীলার অন্ত পাইনে রে
কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে এই লীলার অন্ত পাইনে রে ।
দেখেশুনে ভাবছি বসে সেই কথা কই কারে ।।
আমরা দেখে এই গৌরচাঁদ ধরবো বলে পেতেছি ফাঁদ ।
আবার কোন চাঁদেতে এ চাঁদেরও মন হরে ।।
জীবেরে কি ভুল দিতে সবাই গৌরচাঁদ আর চাঁদের কথা কয় ।
পাইনে এবার কী ভাব উহার অন্তরে ।।
এ চাঁদ সে চাঁদ করে ভাবনা মন আমার আজ হলো দোটানা ।
বলছে লালন পলাম এখন কী ঘোরে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা