গীতিকার: লালন ফকির
শিরোনাম: কেন ডুবলিনা মন গুরুর চরণে
কেন ডুবলিনা মন গুরুর চরণে ।
এসে কাল শমন বাঁধবে কোনদিনে ।।
আমার পুত্র আমার দারা সঙ্গে কেউ যাবেনা তারা
যেতে শ্মশানে ।
আসতে একা যেতে একা তা কি ভাবিসনে ।।
নিদ্রাবশে নিশি গেলো বৃথা কাজে দিন ফুরালো চেয়ে দেখলিনে ।
এবার গেলে আর হবেনা পড়বি কুক্ষণে ।।
এখনও তো আছে সময় সাধলে কিছু ফল পাওয়া যায় যদি লয় মনে ।
সিরাজ সাঁই বলেরে লালন ভ্রমে ভুলিসনে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৭৪