গীতিকার: লালন ফকির
শিরোনাম: কেন খুজিস মনের মানুষ বনে সদাই
কেন খুজিস মনের মানুষ বনে সদাই ।
এবার নিজ আত্মরুপ যে আছে দেখো সেই রুপ দীন দয়াময় ।।
কারে বলি জীবাত্মা কারে বলি স্বয়ং কর্তা ।
আবার দেখি ছটা চোখে ভেল্কি লেগে মানুষ হারায় ।।
বলবো কী তার আজব খেলা আপনি গুরু আপনি চেলা ।
পড়ে ভূত ভুবনের পণ্ডিত যেজন আত্মতত্বের প্রবর্ত নয় ।।
পরামাত্মাকে রুপ ধরে জীবাত্মাকে হরণ করে ।
লোকে বলে যায়রে নিদ্রে সে যে অভেদব্রহ্ম ভেবে লালন কয় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৬৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা