গীতিকার: লালন ফকির
শিরোনাম: কেন মরলি মন ঝাপ দিয়ে তোর বাবার পুকুরে
কেন মরলি মন ঝাপ দিয়ে তোর বাবার পুকুরে ।
দেখি কামে চিত্ত পাগলপ্রায় তোরে ।।
কেন রে মন এমন হলি যাতে জন্ম তাতেই মলি ।
ঘুরতে হবে লক্ষ গলি হাতে পায় বেড়ি সার করে ।।
দীপের আলো দেখে যেমন উড়ে পড়ে পতঙ্গগণ ।
অবশেষে হারায় জীবন আমার মন তাই করলি হারে ।।
দরবেশ সিরাজ সাঁই কয় শক্তিরুপে ত্রি জগতময় ।
কেন লালন ঘুরছো বৃথাই আত্মতত্ব না সেরে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৭৬